বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ইমরান খান ৮ দিনের রিমান্ডে 

আন্তর্জাতিক ডেস্ক

ইমরান খান ৮ দিনের রিমান্ডে 

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের আটদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দেশের জনপ্রিয় বিরোধী নেতাকে আদালতের কক্ষ থেকে টেনে নিয়ে গ্রেপ্তার করার একদিন পর বুধবার এই রায় দিয়েছেন আদালত।

গত মঙ্গলবার তাকে আটক করায় তার সমর্থক ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়।  এতে অন্তত চারজন নিহত হয়। বুধবার বিক্ষুব্ধ বিক্ষোভকারীরা উত্তর-পশ্চিমে রেডিও পাকিস্তানের একটি ভবনে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছে।

৭০ বছর বয়সী এই রাজনীতিবিদ গত বছর ক্ষমতা হারালেও দেশের সবচেয়ে জনপ্রিয় বিরোধী ব্যক্তিত্ব হিসেবে রয়ে গেছেন। পাকিস্তানে গ্রেপ্তার হওয়া সপ্তম সাবেক প্রধানমন্ত্রী তিনি।মঙ্গলবার তার নাটকীয় গ্রেপ্তার রাজনৈতিক অস্থিরতাকে আরও গভীর করেছে।

মঙ্গলবার সংঘর্ষে প্রথমে দুই জন নিহত হয়। নিহত একজন দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কোয়েটায়  এবং আরেকজন উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে রাতে নিহত হন। বুধবার পেশোয়ারে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে আরও দুজন নিহত হয়েছেন। পূর্ব পাঞ্জাব প্রদেশে, যেখানে কর্তৃপক্ষ বলেছে যে খান সমর্থকদের সঙ্গে সংঘর্ষে ১৫৭ পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।

এদিকে, স্থানীয় সরকার সেনাবাহিনীকে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পদক্ষেপ নিতে বলেছে।

পাকিস্তানের জিও টেলিভিশন সম্প্রচারিত ফুটেজে দেখা যাচ্ছে যে খান বুধবার একটি পুলিশ কম্পাউন্ডের ভিতরে একটি অস্থায়ী আদালতে বিচারকের সামনে হাজির হচ্ছেন। সাবেক প্রধানমন্ত্রীকে নথিপত্র নিয়ে একটি চেয়ারে বসে থাকতে দেখা গেছে। তাকে শান্ত কিন্তু ক্লান্ত দেখাচ্ছিল।

এর আগে  জাতীয় দায়বদ্ধতা ব্যুরো খানকে ১৪ দিন আটকে রাখার অনুরোধ করেছিল। কিন্তু ট্রাইব্যুনাল বলেছিল যে কর্তৃপক্ষ তাকে আট দিনের জন্য তাদের হেফাজতে রাখতে পারে।

এদিকে, খানের আইনি দল ইসলামাবাদ হাইকোর্টে তার গ্রেপ্তারকে চ্যালেঞ্জ করে তার মুক্তি চেয়েছে।

পুলিশ কর্মকর্তা নাঈম খান বলেন,  খানের সমর্থকরা পেশোয়ারে রেডিও পাকিস্তানের হাউজিং ভবনে হামলা চালিয়ে যন্ত্রপাতি নষ্ট করে এবং আগুন লাগিয়ে দিয়েছেন।

তিনি বলেন, কিছু কর্মচারী ভিতরে আটকা পড়েছিল এবং পুলিশ শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করছে। নাটকীয় গ্রেপ্তারের ঘটনায় উত্তেজিত জনতা পূর্বাঞ্চলীয় শহর লাহোরে একজন শীর্ষ সেনা জেনারেলের বাসভবনে আগুন দেওয়ার কয়েক ঘণ্টা পর খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টি বিক্ষোভকারীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছে।

টিএইচ